স্টাফ রিপোর্টার
আন্দুলবাড়ীয়া জামায়াতে ইসলামের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিন।
তিনি আরো বলেন- আমরা অবকাঠামোগত উন্নয়ন করতে চায়, আমরা সকল বিপদ আপদে সবার আগেই এগিয়ে যায়, তার বাস্তব উদাহরণ হচ্ছে বিভিন্ন সময় বন্যা, নৌকা ডুবি, আগুনে পূরে যাওয়া, বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ও জুলাই যোদ্ধাদের আমরাই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। সমাবেশ শেষে আন্দুলবাড়ীয়া বাজারে ব্যাপক গনসংযোগ করেন এবং পাকা গ্রামে পথসভায় বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা পেশাজীবি বিভাগ এর সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও মো: সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাষ্টার, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাজী আব্দুর রহমান মাষ্টার, পরিচালনা করেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো: হাসিবুল ইসলাম।
আন্দুলবাড়ীয়া জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে অ্যাড. রুহুল আমিন
