স্টাফ রিপোর্টার
তরুণদের নতুন চিন্তা, সামাজিক উদ্ভাবন ও দায়িত্বশীল নেতৃত্বই পারে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে। সে লক্ষ্যে গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গার ওয়েভ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা। উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এ প্রকল্পটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সদর এবং মেহেরপুর সদর উপজেলায় বাস্তবায়ন করছে।
অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, যুব অংশগ্রহণকারী, মেন্টর ও অংশীজনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম। প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি।
চুয়াডাঙ্গায় সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
