খাসকররা ডিগ্রী কলেজের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার
বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ডিগ্রী কলেজের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কয়েকটি ধাপে অনুষ্ঠনটি সম্পন্ন হয়। প্রথমেই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসিবুল ইসলাম, ক্লার্ক বজলুর রহমানসহ যারা গত হয়েছেন তাদের স্মৃতিচারণ করে আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরবর্তীতে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলেজে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এর পরে যেসকল শিক্ষক বিদায় নিয়েছেন তাদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। যে সকল কৃতি শিক্ষার্থী খাসকররা কলেজ থেকে এইচএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসকররা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
এসময় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম নাজমুল হুদা।
প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন বিষয়ের অবতারণা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান ফিরিয়ে আনার পাশাপাশি গুনগত পরিবর্তন আনতে হবে। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। খাসকররা ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে সবসময়ই থাকবো। জনপ্রতিনিধি নির্বাচিত না হলেও উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই কলেজের শিক্ষার্থী বৃদ্ধিসহ ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদকের ভয়াল থাবা ও মোবাইলের অপব্যবহার রোধে অভিভাবকদের সচেতন হওয়ার কোন বিকল্প নেই।তিনি বলেন, খাসকররাসহ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা নিয়ে আমার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নের জন্য প্রাণপণ চেষ্টা করে যাবো।
অনুষ্ঠানের সভাপতি মোমিন মালিতা বলেন, অর্থ বিত্ত মানুষের বাহ্যিক পরিবর্তন করতে পারে কিন্তু প্রকৃত অর্থে পরিবর্তন করার ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। আমরা এই কলেজের ভিতরে এবং বাইরে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার জায়গা, এটা অনৈতিকভাবে অর্থ উপার্জনের জায়গা নয়, কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য ইতিপূর্বে তাই ই পরিলক্ষিত হয়েছে।আমরা নির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করেছি, যা বাস্তবায়নের প্রচেষ্টা থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম,অতিথি ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি ও গভর্নিং বডির দাতা সদস্য আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির হিতৈষী সদস্য আব্দুর রাজ্জাক রাজা, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা যুবদলের সদস্য সাফায়েত হোসেন, বিদ্যোতসাহী সদস্য রেশমা খাতুন, রত্না খাতুন, শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুজন, অভিভাবক সদস্য আজিজুল ইসলাম, হাসানুর রহমান রিমন ও নুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন আইলহাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিশ্বাস, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারুফুল ইসলাম, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, আইলহাস লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন,ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুর রহমান, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, রামদিয়া কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম, সভাপতি আব্দুর রশিদ, ঘোলদাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী, সভাপতি মো সিরাজ উদ্দিন, ঘোলদাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সভাপতি মতিয়ার রহমান মনি, বিএনপির প্রবীন নেতা মানোয়ার হোসেন,রবিউল ইসলাম, আনছার আলী জোয়ার্দ্দার, আহমেদ আলী মালিতা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জিহাদ,সদস্য আব্দুল লতিফ,ইউপি সদস্য মানোয়ার হোসেন ও আলমগীর হোসেন, খাসকররা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক লালচাদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলম, বুলবুল আহমেদ শিপন, মৎস্যজীবী দলের ইউনিয়ন সভাপতি ডাঃ দুলু, সাধারণ সম্পাদক শাহীন, খাসকররা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক ফাতেহা বিশ্বাস তিথি। অনুষ্ঠিত পরিচালনা করেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি প্রভাষক তানভীর আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *