প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার
‘বিগত বছরগুলোতে মাদকের ব্যাপকতা এমন পর্যায়ে পৌঁছেছে, যা নির্মূল করা রীতিমতো আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাঠ ছিল, খেলা ছিলনা, এমনকি কিছু কিছু মাঠ ভাড়া দেওয়া হতো অন্যান্য কাজের জন্য। যুবসমাজ বাধাহীন ভাবে ঝুঁকে পড়েছিল নেশাদ্রব্যের প্রতি। ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটার পর আমরা ধ্বসে যাওয়া সমাজকে আলোর দিকে ধাবিত করার চেষ্টা করছি। সুস্থ সমাজ গঠনের জন্য আমরা খেলাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিচ্ছি। প্রগতি সংঘের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ধারাবাহিকতা ধরে রাখার আহবান ও সহযোগিতা থাকবে।” প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
গতকাল বুধবার বিকাল ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শরীফুজ্জামান শরীফ উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রগতি সংঘের সভাপতি খোয়াজ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মিনাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও প্রগতি সংঘের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ বিশ্বাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা আইনজীবী পরিষদের নেতা অ্যাড. অহিদুল ইসলাম (মানি খন্দকার), চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা‘র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক চান আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, ইউনিয়ন যুবদল নেতা মামুন রশীদ, আইলহাস ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম রেজা বিটু, আইলহাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হৃদয় খান সুজন, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈনুল ইসলাম সিয়াম প্রমূখ।
প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফকে নিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় খলিসাকুন্ডু, কুষ্টিয়া একাদশ ২-১ গোলে চন্ডিপুর একাদশকে পরাজিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *