তিতুদহে আবারো দেখা মিললো বিপন্ন প্রাণি গন্ধগোকুল

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নে তিতুদহ গ্রাম দেখা মিললো বিপন্ন প্রাণী গন্ধগোকুল। গতকাল বুধবার সকাল ৮টার দিকে আইইউসিএন কতৃক লাল তালিকাভুক্ত মৃত একটি গন্ধগোকুলের দেখা মেলে। তিতুদহ মাঝেরপাড়ায় তিন রাস্তার মোড়ে গন্ধগোকুল এর শাবকটি মৃত অবস্থায় পরে থাকতে দেখে বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবিবকে অবহিত করে স্থানীয়রা। পরে আহসান হাবিব একজন পল্লী প্রানী চিকিৎসক (রিগান) কে নিয়ে উক্ত স্থানে যান।
আহসান হাবীব বলেন, গত রাতে এই তরুন গন্ধগোকুলটি তার মায়ের সাথে শিকারের উদ্দেশ্যে লোকালয়ে আসে কিন্তু গ্রামের কুকুর কর্তৃক আক্রান্ত হয়। আমরা তার শরীরের তিনটি স্থানে কামড়ের দাগ ও ঘাড়ের মাংস ফোলা দেখি। এই প্রাণিটি সম্ভবত কেরু এন্ড কোং মাঠ হতে আসে। এই প্রাণী আমাদের জীববৈচিত্র রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। ফসলের রক্ষার্থে ইঁদুর নিধন করে থাকে। পরবর্তিতে মৃত গন্ধগোকুল নিয়ে গ্রামের তিন রাস্তার মোড়ে স্কুল শিক্ষার্থী, এলাকার মুরব্বি, মহিলাদের নিয়ে জনসচেতনতা মূলক কার্যক্রম করেন। প্রাণী পরিচিতি, এর দ্বারা উপকার, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ সম্পর্কে অবহিতকরণকরা হয়।
এসময় উপস্থিত ছিলেন পল্লী প্রাণি চিকিৎসক হাসানুজ্জামান রিগান, স্বাধীন, শিহাব, সঞ্জুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *