স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত সোমবার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত থেকে বিজিবি তাদের আটক করে। এছাড়া পৃথক অভিযানে ৬৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোন আসামীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার ৭১/২-এস হতে ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর দেহাটি ইট ভাটার সামনে হাবিলদার মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৬৭৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার ৬০/১৫২-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের মাঠপাড়া থেকে হাবিলদার মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সন্ধ্যা ৭ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।