স্টাফ রিপোর্টার
পতাকা বৈঠকের মাধ্যমে ৫ বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো বিএসএফ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৫ জন বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে বিএসএফএর হাতে আটক হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ এর বর্ণবাড়িয়া ক্যাম্প কমান্ডার, বাঘাডাংগা কোম্পানী কমান্ডার’কে চিঠি দেন। চিঠিতে বলা হয় অবৈধভাবে ৫ জন বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আসার সময় বিএসএফ এর হাতে আটক হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিজিবি উল্লেখিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে সীমান্তের ৬০/৩৫-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বিএসএফ ৫ বাংলাদেশী নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা রয়েছে।