চুয়াডাঙ্গার দীননাথপুর গ্রামে গণসংযোগকালে অ্যাড রাসেল

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়নে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের কার্যালয় থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন গ্রাম ঘুরে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি।

এসময় বলেন, “জামায়াতের মাধ্যমে দেশে সুশাসন ফিরে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সুশাসনের চরম অভাবকে স্পষ্ট করে তুলেছে। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনা জনগণের ন্যায্য অধিকারকে পদদলিত করছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে ইসলামী নীতি-আদর্শে পরিচালিত একটি শক্তিশালী রাজনৈতিক বিকল্পের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি, যারা জনগণের জান-মাল, সম্মান ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, ন্যায়, ইনসাফ ও কল্যাণের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠাই জাতির মূল চাহিদা। ইনশাআল্লাহ, জামায়াতের নেতৃত্বেই দেশে প্রকৃত সুশাসন ও জনগণের প্রত্যাশিত পরিবর্তন আসবে।”

‎                এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর বেলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমীর মাহবুব আশিক শফি, যুব বিভাগের জেলা সেক্রেটারি মো: আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম, মাখালডাঙ্গা ইউনিয়ন আমীর মোঃ মহসিন আলীসহ বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *