স্টাফ রিপোর্টার
জীবননগরে চোলাই মদ-জাওয়াসহ লাবলু নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকসহ লাবলুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ লাবলু মিয়া (৩৬) জীবননগর উপজেলার শাখারিয়া পিচ মোড়ের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিভাগীয় পরিদর্শক মোঃ বদরুল হাসান এর নেতৃত্বে শাখারিয়া পিচ মোড় এলাকায় অভিযান পরিচলানা করা হয়। এ সময় জীবননগর শাখারিয়া পিচ মোড় এলাকার লাবলু মিয়া বাড়ি থেকে ৫ লিটার চোলাই মদ ও ৪০ লিটার জাওয়া উদ্ধার করা হয়। পরে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী লাবলুকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।