স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক অডিট প্রতিবেদন-২০২৫ এবং ২০২৫ -২০২৬ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন। সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আফজালূল হক। সভায় সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও সাবেক সাধারণ সম্পাদক আকসিজুল ইসলাম রতন, সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মইনুল ও সহ-সভাপতি এমএম শাহজাহান মুকুল, যুগ্ম-সম্পাদক ইমরানুল আহম্মদ ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, রফিকুল ইসলাম, আ.স.ম. আব্দুর রউফ ও আফজালুল হক উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য এম এম মনোয়ার হোসেন, তালিম হোসেন, এসএম শরীফ উদ্দিন হাসু, সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ, ইলিয়াস হোসেন, তুহিন আহমেদ ও নাজমুল আহসানসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন স্বাক্ষরিত ২০২৫-২০২৬ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয় ২ লাখ ২৫ হাজার টাকা উপস্থাপন করা হয়। পরে সদস্যদের সন্মতিতে তা অনুমোদন করা হয়। বার্ষিক অডিট প্রতিবেদন-২০২৫ উপস্থাপন করেন অডিট উপ-পরিষদের আহবায়ক এমএম শাহজাহান মুকুল, সদস্য আ.স.ম. আব্দুর রউফ ও এখলাছুর রহমান কাজল। অডিট প্রতিবেদনে বিগত অর্থবছরের আয় দেখানো হয়েছে ১ লাখ ১১ হাজার ৭০৯ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৬০ টাকা। বর্তমানে ব্যাংকে স্থিতি আছে ১ লাখ ৩১ হাজার ২৭৬ টাকা।