স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার চিতলা-রুইতুনপুর স্কুল মাঠে সি এইস আর নাইন সেট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় সি এইস আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফের পক্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায় পাঁচ কমলাপুর ফুটবল একাদশ ও আলমডাঙ্গা বন্ডবিল ফুটবল একাডেমি মুখোমুখি হয়। তীব্র প্রতিন্দিন্দ্বীতাপূর্ণ খেলায় কমলাপুর ফুটবল দল ৩-২ গোলে বন্ডবিল ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজীব হাসান ফেরদৌস পাপেন, মহাসিন আলি বিশ্বাস, আবুল কালাম, আসকার আলী টুটুল, ইউনুস মাস্টার, মিজানুর রহমান, মিকাইল বিশ্বাস, নিজাম উদ্দিন, জুলফিকার আলি জুলু। সার্বিক সহযোগিতায় ছিলেন সহেল রানা।