জীবননগর অফিস
জীবননগরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর প্রেসক্লাব ও পার্শ্ববর্তী ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের মধ্যে এ রোমাঞ্চকর খেলা গতকাল শনিবার বিকাল ৪টার দিকে জীবননগর মিনি স্টেডিয়ামে শুরু হয়। এই খেলার আয়োজন করে জীবননগর প্রেসক্লাব। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি রনি, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সম্পাদক শফি উদ্দিন শফি প্
রেফারির শুরুর বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়রা দর্শকপূর্ণ মাঠে দারুণ ছন্দে নেমে পড়েন। প্রথমার্ধেই প্রেসক্লাব মহেশপুর একাদশ খেলায় আধিপত্য বিস্তার করে। একের পর এক আক্রমণে জীবননগরের ডিফেন্স চাপে পড়ে যায়। খেলার শুরুতেই দুর্দান্ত এক শট থেকে প্রথম গোল করে এগিয়ে যায় মহেশপুর।
গোল হজম করার পর জীবননগর প্রেসক্লাব একাদশ পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও প্রতিপক্ষের দৃঢ় রক্ষণভাগে তা ভেস্তে যায়। বিরতির আগে আরও একটি গোল করে ২-০ তে এগিয়ে যায় মহেশপুর একাদশ।
দ্বিতীয়ার্ধে জীবননগরের খেলোয়াড়রা মরিয়া হয়ে গোল শোধের চেষ্টা চালালেও আক্রমণ সাজাতে ব্যর্থ হয়। বরং পাল্টা আক্রমণে খেলার শেষভাগে তৃতীয় গোলটি করে ম্যাচের ভাগ্য একেবারেই নিজেদের দিকে নিয়ে আসে প্রেসক্লাব মহেশপুর একাদশ। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রেসক্লাব মহেশপুর একাদশ। জীবননগর প্রেসক্লাব একাদশকে নেতৃত্ব দেন আহ্বায়ক রিপন হোসেন। অন্যদিকে বিজয়ী প্রেসক্লাব মহেশপুর একাদশের নেতৃত্ব দেন সভাপতি সরোয়ার হোসেন।
খেলার আগে দুপুরে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে মধ্যাহ্নভোজে মিলিত হন দুই প্রেসক্লাবের সদস্যরা। খেলা ও ভোজ মিলিয়ে গোটা আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
মহেশপুর ও জীবননগর প্রেসক্লাবের রোমাঞ্চকর প্রীতি ম্যাচ
