স্টাফ রিপোর্টার
জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন শীপ-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দলের জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় পুরাতন স্টেডিয়াম মাঠে ২৩ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা দলের অফিসিয়াল ও খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়। খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সভাপতি এখলাছ উদ্দিন সুজন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, চুয়াডাঙ্গা ডিএফএর সহ-সভাপতি ও টিম লিডার সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, চুয়াডাঙ্গা জেলা দলের কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, সহকারী কোচ তরিকুল ইসলাম তরু, টিম ম্যানেজার সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজী, টিম অফিসিয়াল সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার অহবায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের আহবায়ক মতিয়ার রহমান মিশর, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মোল্লা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক ফুটবলার মোহন প্রমুখ।
জার্সি উম্মোচন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি এখলাছ উদ্দিন সুজন চুয়াডাঙ্গা জেলা দলের ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, সাধ এবং সাধ্যের মধ্যে থেকে চুয়াডাঙ্গার হারিয়ে যাওয়া ফুটবলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি চাইছি চুয়াডাঙ্গা জেলার প্রতিটি মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হোক। এরকম টুর্নামেন্টের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার যুব সমাজ যেন পাশ্চাত্য সংস্কৃতির কু-প্রভাব, মাদকের ভয়াবহ ছোবল ও মোবাইলের ভয়াবহতা থেকে দূরে থাকুক। এ কথাগুলো মাথায় রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন শীপ’২০২৫ উপলক্ষে হোম অ্যান্ড এওয়ে ভিত্তিক খেলার জন্য চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। এখন শুধু অপেক্ষা স্টেডিয়ামে মাঠ মুখি ফুটবল অনুরাগী ও ফুটবল প্রিয় দর্শকের। আমি আশা করবো আজকের এ খেলায় চুয়াডাঙ্গার ফুটবল অনুরাগী দর্শক ও ফুটবল প্রিয় অভিভাবকগণ তাদের সন্তানদেরকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বসে খেলা দেখুক। আসুন আমরা সকলেই মাঠ মুখী হই।
উল্লেখ্য হোম এন্ড এওয়ে ভিত্তিক চুয়াডাঙ্গা ভেন্যুর খেলা আজ রোববার বিকেল ৩টায় পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা ডিএফএর প্রধান উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা ( বিপিএম সেবা)।
এদিকে গতকাল জার্সি উন্মোচন অনুষ্ঠানে ২৩ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের নাম ঘোষণা করা হয়েছে। এসকল ফুটবলাররা হলেন: সাকিবুল হাসান (গোলরক্ষক), যুবরাজ, মিরাজুল ইসলাম, তৌফিক ওমর, সবুজ, সাগর, সিফাত, মনিরুল, হাবিবুল বাশার, ইব্রাহিম, হোসেন আলী, হানিফ, জুয়েল, তরুন, জুয়েল ইসলাম, আল-, জুবায়ের (দ্বিতীয় গোলরক্ষক), সবুজ মিয়া, সাইমুন হোসেন, সজিব খন্দকার, আবুল বাশার, শামীম হোসেন, রিপন আলী ও আবুল হাসনাত।