হারদী ইউনিয়নে গণসংযোগ ও কুশল বিনিময়কালে অ্যাড. রাসেল

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বামানগর, গোপালদিয়াড়, শেখপাড়া, বৈদ্যনাথপুর, দাসপাড়া ও মোড়ভাঙ্গা গ্রামে গণসংযোগ ও কুশল বিনিময় কালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে অবকাঠামোগত উন্নয়ন করা হবে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। এ দলে কোনো ধরনের গ্রুপিং নেই। চেয়ারে বসা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল করে কর্মীদের হাসপাতালে পাঠানো কিংবা দলীয় কর্মীদের হত্যা করার মতো ইতিহাস জামায়াতে ইসলামীতে নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক কল্যাণ সভাপতি কাইয়ুমউদ্দিন হিরক, জেলা বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী, সহকারী সেক্রেটারি আবু হানিফ চৌধুরী, অর্থ সম্পাদক শাহাবুদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *