দামুড়হুদা অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভায় দলীয় নেতারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
সভায় প্রধান বক্তার বক্তব্যে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, “বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের দাবি দেশজুড়ে। মানুষ পরিবর্তন চায়। বিএনপি সেই গণদাবিকে সামনে রেখে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল। নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক, যুগ্ন সম্পাদক জুলফিকার আলি ভুট্টু, নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলম, বিএনপির অন্যতম নেতা শামসুল হক, রোকনুজ্জামান তোতাম, আব্দুস সালাম, জেলা ছাত্র দলের সহসভাপতি মোস্তফা কামাল, উপজেলা যুব দলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, উপজেলা ছাত্র দলের আহবায়ক আফজালুল হক সবুজ, সদস্য সচিব ডি কে সুলতান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইনজামামুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনছার আলী।