স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চূয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর অ্যাড. রুহুল আমিন বলেছেন, আমি আপনাদের এলাকার ছেলে সুখে- দুখে আপনাদের পাশে থাকতে চাই। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী, কালা, মানিকপুর, রাজাপুর, মাধবপুর, শিমুলতলা মনোহরপুর গ্রামে ও মনোহরপুর আবাসনে গণসংযোগ, কুশলবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশে শুধু উন্নতি হবে, দূর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। জামায়াত মানুষের হক তার দোর গোড়ায় পৌছে দিতে চাই। আমরা শাসক নই বরং জনগণের সেবক হতে চাই। জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে চাই। বৈচিত্রময় কৃষি প্রধান জীবননগর এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবো।
গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যা. আসাদুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদ, জেলা পেশাজীবি পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক খলিলুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজলসিুল মুফাসসরিনি পরষিদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজলো আমীর মাওলানা সাজেদুর রহমান, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজলোর সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ কবভাগের সেক্রেটারি মহসিন এমদাদ, সভাপতি, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাওলানা সাইদুল হক, বায়তুল মাল সম্পাদক আশবুল হক মল্লিক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল উদ্দীন, জীবননগর পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন, দর্শনা পৌর আমীর সাহিকুল ইসলাম অপু, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, জবিননগর পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল, হাসাদাহ ইউনিয়ন সেক্রেটারি লাল্টু মিয়া,পৌর জামায়াত নেতা শফিকুল ইসলাম, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদ্দার, যুবনেতা মোমিনল ইসলাম, সাগর আহম্মেদ,, আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, জহিরুল ইসলাম জাদু, মোস্তাফিজুর রহমান মিলন, ওমর আলী, হাসিবুল ইসলাম, আশিকুর রহমান প্রতিক, জাহিদ হোসেন, হাসান শাহরিয়ার, শ্রমিক নেতা আব্দুস ছালাম ও নেয়ামুল হক প্রমুখ।