দর্শনায় বন্ধু জুয়েলার্সে হামলা, দোকান মালিক সঞ্জয় কুমার আহত

দর্শনা অফিস

দর্শনায় বন্ধু জুয়েলার্সের মালিককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বর সংলগ্ন বন্ধু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের মালিক সঞ্জয় কুমার সান্তারাকে ক্রেতার ছদ্মবেশে আসা এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। আহত সঞ্জয় কুমার সান্তারা দর্শনা কলেজপাড়ার মৃত সুধীর কুমার সান্তারার ছেলে। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানান।

সঞ্জয় কুমার জানান, ক্রেতার ছদ্মবেশে একজন মুখে মাস্ক পরা ব্যক্তি আমার দোকানে আসে। বিয়ের জন্য প্রায় চার লাখ টাকার গহনা কিনতে চাই। সোনা বিক্রির টাকা সঞ্জয় নগদে নিতে চাইলে, ক্রেতা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রস্তাব দেয়। আমি নগদ টাকা ছাড়া বিক্রি সম্ভব নয় বললে, সে ব্যাগ থেকে হঠাৎ ধারালো অস্ত্র বের করে আমাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, দিনদুপুরে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী যে দলেরই হোক না কেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর। তিনি জানান, হামলাকারীকে শনাক্তে কাজ চলছে। অভিযোগ পেলে গ্রেপ্তারের জন্য  শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *