জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৩ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল সহ মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার উথলী আখ সেন্টার পাড়ার মাদক কারবারি জাহিদুল ইসলামের (৪০) বসত বাড়ি থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জীবননগর থানা সূত্রে জানা যায়, থানার এসআই রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উথলী আখ সেন্টারের নিকট থেকে মৃত আবুল কাশেমের ছেলে পলাতক আসামী জাহিদুল ইসলামের বসত বাড়ি থেকে ফেলে যাওয়া ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৯ হাজার টাকা। এছাড়াও মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত একটি ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। যার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পলাতক আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।