স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গাইদঘাট গ্রাম থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। তবে আসামী সুজন আলী পালিয়ে গেছে। এ ঘটনায় পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে আসামী সুজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, বিভাগীয় পরিদর্শক শাহ জালাল খান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের ফিল্ড পাড়ার তাহজুল ইসলাম তাজুর ছেলে সুজন আলী (৩৮) এর বাড়ি থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা একটি প্লাষ্টিকের বাজার ব্যাগের মধ্যে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় পাওয়া যায়।