স্টাফ রিপোর্টার
মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৫৮-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মোঃ রানা মিয়ার আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৬৭ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১০ টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার ৫০/৫-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ শাহানুর আলমের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ১৯২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।