চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেল ৫ টায় জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড়, বড়বাজার হাসান চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান এর সভাপতিত্বে সাহিত্য পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার লিটন, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বিজন প্রমুখ।
জীবননগর অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল ও জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান আবু তালেব ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খাঁন খোকন সভাপতি, জীবননগর উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন শাহজাহান কবীর, সভাপতি জীবননগর পৌর বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ সিনিয়র সহ-সভাপতি, জীবননগর উপজেলা বিএনপি, তাজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, জীবননগর পৌর বিএনপি, শাহজাহান সেক্রেটারী, জীবননগর উপজেলা বিএনপি, শামসুজ্জামান ডাবলু সেক্রেটারী, জীবননগর পৌর বিএনপি, মঈন উদ্দীন (ময়েন) যুগ্ম সাধারণ সম্পাদক, জীবননগর উপজেলা বিএনপি, শফি উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক, জীবননগর পৌর বিএনপি, আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক, জীবননগর উপজেলা বিএনপি, নাসির ইকবাল ঠান্ড সাংগঠনিক সম্পাদক, জীবননগর পৌর বিএনপি, শাহজাহান আলী সাংগঠনিক সম্পাদক, জীবননগর পৌর বিএনপি প্রমুখ।
র‌্যালিটি জীবননগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে জীবননগর মুক্তমঞ্চে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।
দর্শনা অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দর্শনা পুরাতন বাজার থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার ও শরীফ উদ্দিন, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ,দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা এনামুল হক বাবু, রতন আহমেদ, জেলা কৃষক দলের নির্বাহী সদস্য ফারুক,জাকির হোসেন, যুবদল নেতা নাসির উদ্দীন খান হাসুসহ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বক্তারা স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী ও জনমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *