স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, দারিদ্র ও ক্ষুধামুক্ত, দুশাসনমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। গতকাল মঙ্গলবার বেলা ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দামুড়[হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, চন্দ্রবাস, নতিপোত কওমী মাদ্রাসাগুলো পরিদর্শন করেন। মাদ্রাসাগুলো পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষক ও ছাত্রদের সাথে কুশল বিনিমময় করেন। এ সময় তিনি ছাত্রদের উদ্দ্যেশে বলেন, তোমাদের বড় আলেম হতে হবে, সৎ মানুষ হতে হবে। ইসলাম প্রচারে তোমাদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকদেরকে বলেন ছাত্রদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে ।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা আমির নায়েব আলী মজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি মাওলানা আবুজার গিফারী দামুড়হদা যুব বিভাগের থানা সভাপতি মাওলানা আব্দুল খালেক