স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৬টি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেন্সিডিল, ইয়াবা ও ভায়াগ্রা উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১২-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মোঃ নাজমুল হোসেন এর ড্রাগন বাগানের মধ্যে হতে সুবেদার শরীফ মনিরুজ্জামান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৬-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আল আমিনের আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। ভোর রাত ৪টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়া গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্ব হতে নায়েব সুবেদার মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১২০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের মোঃ কালামের আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ শাহীন আলম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ১১টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৪/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের মোঃ ইউসুফ মিয়ার আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫২৮ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের মোঃ আকরাম মাস্টারের আম বাগানের মধ্যে হতে হাবিলদার রাহুল বড়ুয়া এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।