জীবননগর পোস্ট অফিস পাড়ায় দিনে দুপুরে তালা ভেঙ্গে স্বর্ণালংকারসহ আড়াই লক্ষ টাকা চুরি

জীবননগর অফিস

জীবননগরে দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে চুরি হয়েছে। চোরেরা ঘরের স্ট্রীল আলমারীতে থাকা দুই লক্ষ পঞ্চাশ টাকা ও এক ভরি বারো আনা স্বর্ণের গহনা চুরি করে নিয়ে নিবিঘ্নে পালিয়ে যায়। জীবননগর শহরের পোস্ট পাড়ার মিজানুর রহমান মাস্টারের বাড়িতে গতকাল মঙ্গলবার এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জীবননগর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক গৃহকর্তা মিজানুর রহমান জানান, আমার স্ত্রী পায়রা খাতুন প্রায়ই লক্ষ্মীপুর মিশরী মাদ্রাসায় বিকাল ৪টার দিকে আরবি পড়াতে যায়। আজও আরবি পড়ানোর জন্য বিকাল সাড়ে ৩টার পর বাড়ি থেকে বের হন। কাজ শেষ করে ৬টার দিকে বাসায় ফিরে আসেন। মেইন গেইটের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান একটা ঘরের দরজার তালা ভাঙ্গা এবং দরজা খোলা। ভিতরে যেয়ে দেখে স্ট্রীল আলমারী খোলা। আলমারীর মালামাল এলোমেলো রয়েছে। আমি ফোন পেয়ে দ্রুত বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি চোরে শুধু মাত্র একটা ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকেছে। তারা ঘরে থাকা আলমারী, শোকেস, ফাইল কেবিনেট কোনটারই লক ভাঙ্গেনি। ঘরে থাকা চাবি খুঁজে বের করে সেই চাবি দিয়ে আলমারী ও ফাইল কেবিনেটের লক খুলেছে। আলমারীতে বেশ টাকা ছিলো। দুপুরে আমি খেতে এসে বেশ কিছু টাকা নিয়ে যায়। আর দু’লক্ষের বেশি টাকা রেখে যায় আগামী কাল বুধবার একজনকে দেবো বলে। চোর আলমারীর সব টাকা, মাটির একটা ব্যাংক ছিলো সেটা ভেঙ্গে টাকা নিয়েছে। সেখানে প্রায় ১২ হাজার মতো টাকা ছিলো। ভ্যানিটি ব্যাগে ৯ হাজার টাকা ছিলো সেটাও নিয়ে গিয়েছে। আলমারীতে থাকা এক ভরি ওজনের সোনার চেইন, দুটো আংটি ও এক জোড়া কানের দুল ওজন বারো আনা। সব মিলিয়ে আড়াই লক্ষ টাক্ াও এক ভরি বারো আনা সোনার গহনা চুরি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে মালামাল নিয়ে নিবিঘ্নে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘন বসতিপূর্ণ এলাকায় দিনে দুপুরে চুরি হওয়ার পর এলাকাবাসীর মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। থানা সূত্রে জানা যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *