হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান মাষ্টার। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মাসুদ রানাসহ সকল শিক্ষক কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।
উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, নবগঠিত নেহালপুর ইউনিয়ন যুবদলের নেতা মো: রিপন আলী, মো: ফারুক জোয়ার্দ্দার, মিজানুর রহমান, মো: শুকুর আলীসহ নেতৃবৃন্দ।
এদিকে হাসান মাষ্টার বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেহালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হয়রত আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।