আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা জামায়াত অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাচন কর্মশালায়  বিভাগের পরিচালক মুহা. মামুন রেজা সভাপতিত্ব করেন।  প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, “দেশের বেকার যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে বৈষম্য দূর করে ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম বকুল। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মোহাম্মদ আলী, মানব সম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু, বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারি ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও দায়িত্বশীলগণ। বক্তারা আসন্ন উপজেলা ও জাতীয় নির্বাচনে সংগঠনের কৌশল, কর্মপরিকল্পনা ও মাঠ পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

এদিকে আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন- জামায়াত ক্ষমতায় গেলে দেশেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

গতকাল মঙ্গলবার  বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ৮ টা পর্যন্ত  খাদিমপুর ইউনিয়নের পার কৃষ্ণপুর, লক্ষ্মীপুর গ্রামে গণসংযোগ করেন তিনি। খাদিমপুর জামায়াত আয়োজিত গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের এক বছরের বাজেট ৮ লক্ষ কোটি টাকা,  বিগত সরকার টাকা পাচার করেছে ২৫ লক্ষ কোটি টাকা। এ সময়ে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের প্রচার বিভাগের সচিব হুমায়ুন কবির শান্ত, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সহ-কারী সেক্রেটারি মিজানুর রহমান,  কর্মপরিষদ্য সদস্য শাহজাহান আলী, খাদিমপুর ইউনিয়ন আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিল্লুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি কামরুল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি জমির আলী, ৬নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক বায়েজিদ হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *