স্টাফ রিপোর্টার
দামুড়হুদা মডেল থানার অন্তগত কানাইডাঙ্গা গ্রামের কামাল উদ্দিনের ছেলে লিটন মিয়া হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মানিকে গ্রেফতার করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসা বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মানিক (২৮) দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের বৃত্তিপাড়ার আবু হানিফের ছোলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে বিগত ২০১৪ ইং সালের দিকে লিটন মিয়া ও মানিক গ্রামের মাঠে গরুর ঘাস কাটতে যায় ঘাস কাটা শেষ করে তারা পেঁপেঁ গাছের শুকনো খড়ি কুড়াচ্ছিল। খড়ি কুড়ানোকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মানিক ঘাসকাটা ধারালো হেঁসো দিয়ে বয়োজ্যেষ্ঠ লিটনের শরীরে আঘাত করে। আঘাত গুরতর হলে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পথিমধ্যে লিটন মারা যায়। স্থানীয়রা আরো জানায় আসামী মোহাম্মদ মানিক একজন মানসিক রোগী, মস্তিষ্ক বিকৃত রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন- মোহাম্মদ মানিক নামে দশ বছরের সাজাপ্রাপ্ত জিআর মামলা নং ৩৯৪/১৪ একজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।