জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে গরু কেনাবেচাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত দুই ভাই হামজা ও মিন্টার পরিবারের সার্বিক খোঁজখবর নিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মো. রুহুল আমিন। মঙ্গলবার এশার নামাজের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন তিনি। এসময় তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও নিহতের পরিবারের স্বজনদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মোফাসিনের সভাপতি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির শাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. হাসানুজ্জামানসহ জীবননগর উপজেলা ও উথলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।