স্টাফ রিপোর্টার
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ৩য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় পুলিশ লাইন্সে ৩ দিনব্যাপী (৩য় ব্যাচের) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধ যথাযথ প্রয়োগ করতে হবে।
৩য় ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলামসহ চুয়াডাঙ্গা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।