চুয়াডাঙ্গায় পুলিশের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ৩য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ৩য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় পুলিশ লাইন্সে ৩ দিনব্যাপী (৩য় ব্যাচের) প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধ যথাযথ প্রয়োগ করতে হবে।

 ৩য় ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলামসহ চুয়াডাঙ্গা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *