স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পুলিশের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় । প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই(সশস্ত্র) পদে পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের আর আই খন্দকার রুহুল আমিন। বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টবল হতে নায়েক পদে ১৫জন, নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে ১জন ও এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে ৭জনসহ মোট ২৩জন পুলিশ সদস্য পরীক্ষায় অংশগ্রহণ করেন।