দর্শনার ৫ মন্দিরে পৌর বিএনপির অনুদান বিতরণ

দর্শনা অফিস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে পাঁচটি মন্দিরে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহাঅষ্টমীর দিন সন্ধ্যায় পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে প্রতিটি মন্দিরে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌরসভার মন্দিরগুলো সরেজমিন পরিদর্শন করে এই অনুদান বিতরণ কার্যক্রম চালান। কেরুজ সার্বজনীন দুর্গামন্দির থেকে শুরু করে একে একে দর্শনা পুরাতন বাজার মন্দির, আমতলা হরিজন মন্দির, কালিদাসপুর মন্দির এবং আদিবাসী মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয়। মন্দির কমিটির সভাপতি, সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা এই অনুদান সাদরে গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মশিউর রহমান। বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহাবুবুল আলম খোকন, পৌর সমন্বয়ক নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন লিটন, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, যুবদল নেতা সরওয়ার হোসেন, ছাত্রদল নেতা আরাফাত হোসেনসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে, দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক ও দর্শনা সরকারি কলেজের সাবেক জি এস এনামুল হক শাহ মুকুলের নেতৃত্বে একটি দলও মন্দিরগুলো পরিদর্শন করে এবং অনুদান বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, সিনিয়র বিএনপি নেতা আঃ মালেক মন্ডল,বিএনপি নেতা মশিউর রহমান খান পলাশ, বাবুসহ যুবদল, ছাত্রদল ও কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা। তাদের পক্ষ থেকেও মন্দির কমিটির নেতা-কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *