আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৮ নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মহেশপুর ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার আলোচনার মাধ্যমে মোছাঃ নুরুন্নাহার খাতুনকে সভাপতি এবং মোছাঃ রুশিয়া খাতুনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। এ সময় তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে মহিলা দলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান বক্তা ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। তিনি বলেন মহিলা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তুলতে হবে এবং মা-বোনদের ভোটে আকৃষ্ট করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব আহম্মেদ রাজু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহফুজা আক্তার জলি, সাধারণ সম্পাদক সাগরী খাতুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির শীর্ষ পদগুলো হলো, সভাপতি মোছাঃ নুরুন্নাহার খাতুন, সাধারণ সম্পাদক: মোছাঃ রুশিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক: মোছাঃ নুরি খাতুন, সিনিয়র সহ-সভাপতি: মোছাঃ সোনালী খাতুন, সহ-সভাপতি: মোছাঃ হারেজান খাতুন, মোছাঃ সুজতা খাতুন, মোছাঃ পাতা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক: মোছাঃ রাশিদা খাতুন,সহ-সাধারণ সম্পাদক: মোছাঃ সজিনা খাতুন,প্রচার সম্পাদক: মোছাঃ ময়না খাতুন,সহ-প্রচার সম্পাদক: মোছাঃ আরিফা খাতুন,দপ্তর সম্পাদক: মোছাঃ আমবিয়া খাতুন, কোষাধ্যক্ষ: মোছাঃ হাসিনা খাতুন, ক্রীড়া সম্পাদক: মোছাঃ শাহারা খাতুন, ধর্মীয় সম্পাদক: মোছাঃ মারুফা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু। সভার শেষে বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ও মহিলা দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।