মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাহারবাটি ইউনিয়নের ৯৫ জন কার্ডধারীকে দুই মাসের বরাদ্দ অনুযায়ী ৬০ কেজি করে চাউল দেওয়া হয়। চাউল পেয়ে অনেক উপকারভোগী স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষ্যে, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি এ সহায়তা পরিবার চালাতে বড় সহায়তা হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমত তারা জানান, ছবি এবং ভোটার আইডি কার্ড দেখে নিশ্চিত হওয়ার পরে আমরা প্রকৃত কার্ডধারীদের এই চাউল দিচ্ছে। যাতে কোন উপকার অনিয়ম করে কেউ চাউল না নিতে পারে তার জন্য সরকারি কর্মকর্তারা এখানে বসে রয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই চাউল বিতরণ করছি।