আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা প্রসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি কাইরুল মামুনের মাতা মরহুমা নুরুন্নাহার বেগমের কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে বাদ জোহর অনুষ্ঠিত হয়।
দোয়া ও কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, যুগ্ম সাধারন সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, অর্থ সম্পাদক হাসিবুল হোসেন, বিআরএমপির সভাপতি জিনারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান, লিপু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আজিম উদ্দিন ও মাওলানা আব্দুল কাদের। তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে খানা খাওয়ানো হয়।