স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শালিকা উত্তরপাড়া মোড়ে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশ এখনো সংকটে নিমজ্জিত। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বিএনপিকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে গণআন্দোলনের মাধ্যমে। আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে গিয়ে দলের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। গাংনী ইউনিয়ন বিএনপি সব সময় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীতেও আপনাদের দায়িত্ব আরও বেড়ে যাবে। মনে রাখতে হবে, এই সংগ্রাম শুধু বিএনপির নয়, জনগণের মুক্তির সংগ্রাম।’ তিনি আরও বলেন, ‘আজকে যারা মাঠে থেকে দলের জন্য কাজ করছে, তারাই আগামী দিনে ইতিহাস তৈরি করবে। নেতাকর্মীদের কোনো ত্যাগ বৃথা যাবে না। আমাদের শপথ নিতে হবে- আসন্ন নির্বাচন হবে জনগণের নির্বাচন, পূর্বের ন্যায় সাজানো নির্বাচন আমরা হতে দেবো না।’
পথসভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, গাংনী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আয়নাল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, জয়েন সেক্রেটারি নজরুল ইসলাম খোকন।
এছাড়া আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য মাবিয়া, সহসভাপতি গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুজ। পথসভা সঞ্চালনা করেন বিএনপি নেতা রাজু মাস্টার।