স্টাফ রিপোর্টার
কালিগঞ্জ-জীবননগর সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৪টি সোনার বারসহ ২ চোরাকারবারী আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে মহেশপুর-৫৮ বিজিবি এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা। বৃহত এ সোনার চালানটি ভারতে পাচার করার জন্য নেয়া হচ্ছিল। আটক দুই চোরাকারবারী হলো ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার খৈদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ^াসের ছেলে রনজিৎ বিশ^াস (২৫)।
৫৮-বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, কালিগঞ্জ থেকে জীবননগর গামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে দুইজন ব্যক্তি স্বর্ণ বহন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল শনিবার বেলা ২টার দিকে সুবেদার মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে টহল দলটি মহেশপুর থানাধীন কাকিলাদাড়ী বাজারে মোঃ তৌফিকুর রহমান মিঠুর ফলের আড়তের পাশে গোপনে অবস্থান নেয়। বেলা আড়াইটার দিকে হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসটি কালীগঞ্জ টু জীবননগর মহাসড়কের কাকিলাদাড়ী স্থানে পৌছুলে বিশেষ টহল দলটি বাসে অভিযান পরিচালনা করে। এসময় সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ পিস স্বর্ণের বার, যার ওজন ২ কেজি ৩৩১.৭৯ গ্রাম। অপরদিকে সৌরভ বিশ্বাসের সাথে থাকা অপর চোরাকারবারী শ্রী রণজিৎ বিশ্বাস আগেই কোটচাঁদপুর বাজারে নেমে গিয়েছিল। পরবর্তীতে কৌশলে রণজিৎকে ডেকে নিয়ে আসা হয়। এছাড়া অভিযানে ২ টি মোবাইল ফোন ও ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সোনারবার গুলো ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
এদিকে বিজিবি আরো জানায়, যশোরের ০৭ টি ব্যাটালিয়ন কর্তৃক গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সর্বমোট ৩৮ টি স্বর্ণের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান সর্বমোট আটককৃত স্বর্ণের পরিমাণ ৪৯.৫৮২৭ কেজি। স্বর্ণের সাথে ৪১ জন আসামী আটক করা হয়।