ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। জেলা পুলিশের কর্মস্পৃহা ও গতিশীলতা বৃদ্ধি এবং ভালো কাজে উৎসাহ প্রদান করতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।

মাসিক কল্যাণ সভার বাইরেও বিশেষ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সদস্যদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক বেলগাছি ছিনতাই মামলার আসামী গ্রেফতার পূর্বক রহস্য উদঘাটন,  দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প কর্তৃক ৫ কেজি ১৫৫ গ্রাম রুপা উদ্ধার এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫ হাজার ৭০০শ পিস ইয়াবা ট্যাবলেট করা হয়।

এ সময় পুলিশ সুপার বলেন, এই উদ্যোগ জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং সেবার মানোন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সদর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *