স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের আসমানখালী, নান্দবার, মুচাইনগর ও শালিকা গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন। গণসংযোগ চলাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আর প্রহসনের নির্বাচন চায় না। শেখ হাসিনার আমলে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখিনি, বরং জনগণের ভোটাধিকারকে প্রকাশ্যে ছিনতাই করা হয়েছে। এ জন্য শেখ হাসিনা ও তার সরকারের বিচারের দাবি আজ সময়ের অনিবার্য। আমরা স্পষ্ট করে বলতে চাই সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী চৌদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা এ দেশে ছাত্রজনতার উপর গণহত্যা চালিয়েছে এবং এ দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। সুষ্ঠ নির্বাচনের জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না। এবার হবে জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার ইনশাআল্লাহ। গণসংযোগ কর্মসূচি বিকেল থেকে রাত পর্যন্ত চলে। এ সময় চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, প্রশাসন বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক আবু রায়হান, গাংনী ইউনিয়ন আমির হাজী আব্দুস সালাম, সেক্রেটারি মাসুদুর রহমান, অর্থ সম্পাদক আবুল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



