খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হারদী নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ। গতকাল বুধবার সকাল ১০ টার সময় সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অন্ত:বিভাগে সিনিয়র স্টাফ পরিচালিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন। অবশেষে হারদী নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-এর রেজিষ্ট্রেশন উদ্বুদ্ধকরণ সভায় অংশগ্রহণ করেন। উভয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।