আব্দুর রহমান, দর্শনা
‘এসো তরুণ, এসো নবীন, তোমার হাতেই সম্ভাবনার আগামী দিন’ এই স্লোগানকে সামনে রেখে দর্শনা সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ শাখার আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (হিসাববিজ্ঞান) লিহাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহযোগী অধ্যাপক দর্শনা সরকারি কলেজের মফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক (বাংলা) আশরাফুল আলম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক (বাংলা) মুকুল হোসেন।
এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে দর্শনা সরকারি কলেজ সর্বদা পাশে থাকবে। সুশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।



