আলমডাঙ্গা অফিস
গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে রাজপথে গর্জে ওঠা “জুলাই গণঅভ্যুত্থান” এর এক বছর পূর্তি উপলক্ষে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো স্মৃতিচারণ ও মিলনমেলা। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাইরোডের জিস টাওয়ার কমিউনিটি সেন্টারে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের পটভূমি, তাৎপর্য, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আয়োজিত হয় মুক্ত আলোচনা।
প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল নিপীড়ন ও অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এক সাহসী জাগরণ। এই মিলনমেলা কেবল স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের সংগ্রামের দিকনির্দেশনা। আয়োজক মুসাব ইবনে শাফায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি জহুরুল ইসলাম, প্রভাষক আমিরুল ইসলাম জয়, বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাম রহমান সিঞ্জুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রপক্ষ কেন্দ্রীয় কমিটির নেতা রাকিব মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অফ জুলাই’র আহ্বায়ক মাহফুজ হোসেন, সেক্রেটারি সেলেমিন হোসেন, জুলাই আন্দোলনে আহত নেতা আব্দুল রাজ্জাক, এবি পার্টির সাদি মাহমুদ, সাম্য, আরাফাত, আতিকুজ্জামান মেরাজ, পার্থিব হাসান, সাব্বির রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণসভায় বক্তৃতা, মতবিনিময়, স্মৃতিচারণ এবং জুনিয়র-সিনিয়রদের আন্তরিক সংযোগে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সাহসের সন্ধ্যায়।



