জীবননগর অফিস
জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে জীবননগরে অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে জীবননগর থানা পাইলট হাইস্কুল মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় সীমান্ত ইউনিয়ন কে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় রায়পুর ইউনিয়ন।
বিকাল ৩টায় ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও আল-আমীন হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন সহ অনেকে। এর আগে টুর্নামেন্টের ১ম পর্বের ১ম খেলায় জীবননগর পৌরসভা কে ১-০ গেলো পরাজিত করে বাঁকা ইউনিয়ন, ২য় খেলায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে মনোহরপুর ইউনিয়নের বিপক্ষে,৩য় খেলায় হাসাদাহ ইউনিয়ন কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে সীমান্ত ইউনিয়ন। গ্রুপের শেষ খেলায় উথলী ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে জয় পাই রায়পুর ইউনিয়ন।