স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত স্পর্ট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট একাদশ ৬-০ সাতগাড়ি একাদশকে পরাজিত করেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সমবায় নিউ মার্কেট একাদশ। ম্যাচের প্রথম অর্ধেই ৩ গোল করে নিজেদের শক্ত অবস্থানকে জানান দিতে থাকে নিউ মার্কেট একাদশ। দ্বিতীয় অর্ধের শুরুতেও আধিপত্য বিস্তারের ধারা অব্যাহত রেখে সমবায় নিউমার্কেট একাদশ আরও তিনটি গোল করে। ম্যাচের নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষ সাতগাড়ি একাদশকে সম্পূর্ণভাবে পরাস্ত করে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট একাদশ। বিজয়ী দলের পক্ষে নাসিম ২টি, বাপ্পি ২টি, হামিদুল ১টি ও কবীর ১ টি করে গোল করে।
গতকালের খেলায় সমবায় নিউমার্কেটের একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন গোলরক্ষক হাসিব,হৃদয়, সজল, সাব্বির,সোহান, হৃদয়,জামাল, নাসির, বাপ্পি,হামিদুল ও কবীর। চরাগা সমবায় নিউ মার্কেট একাদশের কর্মকর্তা হিসেবে করেন জুয়েল, সজীব, সুজন ও নিশান। গতকালের ম্যাচটি পরিচালনা করেন সাবেক ফুটবলার আসাদুল হক আশা। আজ একই মাঠে বিকাল সাড়ে সাতটায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা মাঝেরপাড়া একাদশ ও ফাইভ স্টার একাদশ।