আলমডাঙ্গা অফিস
দি অপটিমিস্টস আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কলারশিপ দি অপটিমিস্টস প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা থানা পাড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডাইরেক্টর শওকত আহমেদ, প্রজেক্ট ডাইরেক্টর মনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুনুর রশিদ মিঠুন, প্রজেক্ট ইমপ্লিমেনটেশন কোঅডিনেটর ইব্রাহিম খলিল, এডিশনাল ডিস্ট্রিক্ট ডাইরেক্টর রবিউল হক।
আলোচনা সভা শেষে ১৭ জন গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে প্রত্যেককে ১২ হাজার করে মোট ২ লক্ষ্য ৪ হাজার টাকা স্কলারশিপ দি অপটিমিস্টস প্রদান করে। এছাড়াও এই স্কলারশিপ প্রতিবছর প্রদান করা হয়ে থাকে।
দি অপটিমিস্টস আলমডাঙ্গা শাখার গরিব ও মেধাবীদের স্কলারশিপ প্রদান
