জীবননগর অফিস
জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকেরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া তাঁরা নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মোছা. দিল আরা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, হাসাদাহ কামিল মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান, জীবননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক আজকের পত্রিকা ও এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট মো. রিপন হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আল আমীন বলেন, এ পি জে আব্দুল কালামের উক্তি, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। আমি শিক্ষার্থীদের বলব, তোমরা ১০ বছর পুড়ে এসএসসিতে সফল হয়েছো, পরের দুই বছর পুড়ে এইচএসসিতে সফল হয়েছো। তোমাদের আরও সফল হতে হলে আরও পুড়তে হবে। একদিন তোমার শুধু জীবননগর না, কেউ জেলা, কেউবা দেশ-বিদেশে নেতৃত্ব দেবে। আশা করে সবাই জীবননগরের ভালোর দিকটা খেয়াল রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করতে হবে। আজ তোমরা জীবননগরের সেরা হয়েছে, আশা করব ভবিষ্যতে তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ হবে। আপনারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে যাবেন। আজ যাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে তারা একদিন জীবননগরের নেতৃত্ব দেবেন। আশা করি আপনারা জীবননগরের কথা মনে রাখবেন।