স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ ব্রীজ সংলগ্নস্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেছে। গতকাল শনিবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এতে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কে কয়েক ঘন্টা যান চালচল ব্যহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬ টার দিকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিঙ্গেদহ ব্রিজের সামনে আড়াআড়িভাবে রাস্তার উপর উল্টে যায়। এতে ট্রাক চালক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ট্রাকটি উল্টে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সকাল ৬ টা থেকেই যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।



