গাইদঘাটে মসজিদের নাম ফলক ভেঙ্গে ফেলায় গ্রামে উত্তেজনা, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার গাইদঘাটে মসজিদের নামফলক ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গ্রামের লোকজন গতকাল শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

গাইদঘাট রেলপাড়া বায়তুল মুকাদ্দাস জামে মসজিদ কমিটির সদস্যরা অভিযোগ করে বলেন  গত পরশু রাত ১১ টার দিকে গ্রামের কিছু সংখ্যক লোক মিলে মসজিদ গেটের নাম ফলকটি ভেঙে ফেলে। এই বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক গাইদঘাট গ্রামবাসীর একজন বলেন, এই মসজিদটি ৪০ বছর আগে স্থাপিত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত মসজিদটি গাইদঘাট রেলপাড়া বায়তুল মুকাদ্দাস মসজিদ হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে এলাকার কিছু লোকজন মসজিদটির নাম নিয়ে বিরোধ করেন। তারা মসজিদের নাম থেকে রেলপাড়া শব্দটি উঠিয়ে মাঝেরপাড়া নাম দিতে চায়। কয়েকজন গত পরশু রাত ১১ টার দিকে মসজিদ গেটের ফলকের রেল পাড়া নামের টাইলসটি ভেঙে ফেলে। এতে করে এলাকায় চরম উত্তেজনা মূলক পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এই বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *