স্টাফ রিপোর্টার
সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ এ ভূষিত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুর¯’ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গতকাল রোববার সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেয়া হয় সাহিদুজ্জামান টরিকের হাতে। অগ্রণী ব্যাংক লিমিটেডের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড এ আয়োজন করে। আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ এ ভূষিত সাহিদুজ্জামান টরিকের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান। এই অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিংসহ সিঙ্গাপুর অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী ও প্রবাসী, বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পর পর ৬ বার চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার সম্মাননাও পেয়েছেন।