স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ২ ব্যক্তির কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী মিলন (৩১) ও সোহেল (৪৮) কে ৮ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়েল সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, গতকাল রবিবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার চুনুরিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার আলম শেখের ছেলে মিলন ও মাস্টার পাড়ার আবুল কাশেমের ছেলে সোহেলকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম তাদেরকে প্রত্যেককে ৮ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।