স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিজিবি পৃথক ৩টি সীমান্ত পথে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশীকে আটক করে। অপর একটি অভিযানে চায়না রিং জাল উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শনিবার বেলা ১২ টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর সংলগ্ন ইছামতি নদী হতে নায়েক মোঃ জয়নাল হাজারী এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১টি চায়না রিং জাল উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শনিবার বেলা ১১টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৯-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা শ্রীনাথপুর গ্রামের মোঃ আসাদুল ইসলামের বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। একই দিন বিকাল সাড়ে ৪ টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকের বাগানের পাশে হাবিলদার মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু। একই সময়ে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর নিকট হতে বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রাম হতে নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী।